ঠিক কবিতা রচনার কালে সূক্ষ্ম পরীক্ষা অজ্ঞাতে চলতে থাকে

“ঠিক কবিতা রচনার কালে সূক্ষ্ম পরীক্ষা অজ্ঞাতে চলতে থাকে, পুরােপুরি মনের কোঠায় পৌঁছলে বুদ্ধির দৌরাত্ম প্রবল হয়ে ওঠে। নানা পথের মােড়ে দাঁড়িয়ে যুক্তি তর্কের জোরে একমাত্র পথ নেওয়া বড় কঠিন, এমনকি শিল্পের কৌশলও দ্বিধান্বিত প্রশ্ন হয়ে দাঁড়ায়। পরে এবং আগে বহু কসরত করা চাই তার– বাঁধা মীড়- টানা, ঝালার কাজ, সুরের মিশেল। কিন্তু পুরােপুরি আলাপের সময় ডুব সাঁতারের বেলা, তখন আঙুল কুহক লাগে, ‘Magic hand of chance’ গােছের ব্যাপার। অন্তত এইভাবে কোনাে কোনাে শিল্পী অহেতুক একান্ত কারিগরির সন্ধান পান। বেদনার পরমতা, যা তাপকে আগুন করে তােলে তার কথা সব সৃষ্টির মূলে।”

Share This Quote —>>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *