প্রাণের সজীবতা প্রাণ দিয়েই অনুভব করা যায়অমিয় চক্রবর্তী “প্রাণের সজীবতা প্রাণ দিয়েই অনুভব করা যায়, ব্যক্ত করা যায়! সাহিত্য সৃষ্টির মধ্যেও প্রাণের অপরিমেয় রহস্য নিহিত আছে। কেন লিখি-র পুরাে জবাব দিতে গেলে তাই ভুল জবাব দিতে হয়।” # কবি# সাহিত্য Previous Post নানা অভিজ্ঞতাকে ধারণ করবার শক্তিই Next Post প্রত্যেক কবি নিজের কবিতার স্রষ্টা Related Quotes নতুন শব্দের সৃষ্টি সীমা আছে এ কথা যেমন নিশ্চিত আমাদের সাহিত্য সৎ বুদ্ধিজ্ঞাপন হয়ে উঠবে