নানা অভিজ্ঞতাকে ধারণ করবার শক্তিই

“নানা অভিজ্ঞতাকে ধারণ করবার শক্তিই ধারণাশক্তি। ভাবের চিত্রময় অন্তলীন একটি সুক্ষ্ম শরীর তৈরি হওয়ার জন্য চাই মনের সম্বৃত বেগ, যা আপন কালে এবং ছন্দে প্রকাশ পায়, যাকে তাড়া দেওয়া যায় না, অথচ যার মধ্যে বিভিন্ন সমন্বিত সৃষ্টির অনিবার্যতা আছে।”