নেতাজী সুভাষ চন্দ্র বসু

নেতাজী সুভাষচন্দ্র বসু বাংলা বাণী Netaji Subhash Chandra Bose Bangla Bani

জন্মঃ ২৩ জানুয়ারি ১৮৯৭

নেতাজী সুভাষ চন্দ্র বসুর পিতার নাম জানকীনাথ বসু এবং মাতার নাম প্রভাবতী বসু (দত্ত)। নেতাজী সুভাষ ১৮৯৭ খ্রিষ্টাব্দের ২৩ জানুয়ারি ব্রিটিশ শাসিত ভারতের অন্তর্গত ওড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন। তার বিখ্যাত উক্তি হল, “তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব“। ভারতের স্বাধীনতা আন্দোলনে তিনি ছিলেন উজ্জ্বল নক্ষত্র।