স্বর্গ কোথায় আছে তা জানি না, কিন্তু

“স্বর্গ কোথায় আছে তা জানি না, কিন্তু ময়ূরভঞ্জের এই অরণ্য পর্বতে মর্তের স্বর্গ বিরাজ করছে। প্রকৃতির এমন রূপটি আর কোথাও নেই। অজস্র ঝরনা আর ফুলের সৌরভে মন প্রাণ ভরে আছে আমাদের। বৈতরণীর উৎস এখানেই। শুনলে অবাক হবে পাহাড়ে এখানে পদ্ম ফোঁটে।”