রাতমোহনা হল প্রকৃতির অনেক বিষ্ময়ের একটি বিষ্ময়

“অনেক জিজ্ঞাসাবাদের পর জানতে পারলাম রাতমোহনা হল প্রকৃতির অনেক বিষ্ময়ের একটি বিষ্ময়। পূর্নিমার রাতে যেমন মানুষের তৈরি তাজমহল, ফতেপুর সিক্রি ইত্যাদি দেখতে মানুষ ছুটে যায়, তেমনই যারা জানে বা যারা সত্যিকারের প্রকৃতি প্রেমিক তারা কিন্তু ছুটে যায় রাতমোহনায়। রাতমোহনা তো মানুষের তৈরি নয়। প্রকৃতির এক অপার বিস্ময়। সোনার নদী সুবর্ণরেখার অনন্ত রূপের যেখানে ছড়াছড়ি সেখানেই রাতমোহনা।”