এখানে চারিদিকেই অন্ধকার। সেই অন্ধকারেও আলো আছে

“এখানে চারিদিকেই অন্ধকার। সেই অন্ধকারেও আলো আছে। আলো আছে ওপারের মহানগরীতে। নক্ষত্রের মতো আলোর বিন্দুগুলো সর্বত্র ছড়িয়ে আছে। আলোর রোশনাই আছে সেখানে। আছে আলো, আছে অন্ধকার। মনোরমা এবং আমিও আছি। আমরা দুটি ব্যর্থ পাখি একই শাখায় বসেছি আজ। আর অন্ধকারে নয়, এবার আমরা আলোর ভুবনে ফিরতে চাই।”