প্রতিদিন কিছু ইচ্ছেকে পুড়িয়ে মারি প্রতিদিন কিছু ইচ্ছেকে
Bengali Quote, Protidin kichu irchake puriye mari written by Joy Goswami বাংলা বাণী (উক্তি-উদ্ধৃতি), প্রতিদিন কিছু ইচ্ছেকে পুড়িয়ে মারি লিখেছেন জয় গোস্বামী।
“প্রতিদিন কিছু ইচ্ছেকে পুড়িয়ে মারি
প্রতিদিন কিছু ইচ্ছেকে পাঠাই নির্বাসনে
ভালবাসা কি ভীষণ প্রতারক
হৃদয় ভেঙেছে যার সেই জানে …”
Image Of This Quote
বিষয় —
প্রেমের উক্তি অথবা ভালোবাসার উক্তি।
বিশ্লেষণ —
এই উক্তিকে একটি প্রেমের বেদনাদায়ক সময়ের উক্তি বলা যেতে পারে। ভালোবাসার মানুষটি দুঃখ দিলে নিজের ইচ্ছা গুলোকে পুড়িয়ে মেরে ফেলতে ইচ্ছে করে অর্থাৎ নিজের প্রতি একজন প্রেমিক বা প্রেমিকার আর কোনো যত্ন থাকে না। তিনি নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। যিনি ভালোবেসেছেন তিনিই জানেন ভালোবাসা কতটা বেদনাদায়ক ও প্রতারক হতে পারে।
জয় গোস্বামীর আরও উক্তি —