তেলের শিশি ভাঙল বলে খুকুর পরে রাগ করো

Bengali Quote, Teler sishi vanglo bole khukur pore rag koro written by Annadashankr Ray.

বাংলা বাণী (উক্তি-উদ্ধৃতি), তেলের শিশি ভাঙল বলে খুকুর পরে রাগ করো লিখেছেন অন্নদাশঙ্কর রায়

 

“তেলের শিশি ভাঙল বলে

খুকুর পরে রাগ করো

তোমরা যে সব বুড়ো খোকা

বাংলা ভেঙে ভাগ করো !

তার বেলা?”

 

Image Of This Quotes

বাংলা বাণী (উক্তি-উদ্ধৃতি), তেলের শিশি ভাঙল বলে খুকুর পরে রাগ করো লিখেছেন অন্নদাশঙ্কর রায়।

 

বিষয় —

দেশাত্মবোধক উক্তি।

 

বিশ্লেষণ —

প্রসঙ্গত এই উক্তিটি কবি অন্নদাশঙ্কর রায় তার কবিতায় রুপক হিসেবে বলেছেন। এটি ভারত দেশ বিভাগের উপর ভিত্তি করে কবি তার অনুভূতি ব্যক্ত করেছেন। তিনি বলতে চেয়েছেন সমাজের মানুষ কিভাবে একটি ছোট্ট মেয়ে একটি তেলের শিশি ভেঙে ফেললে রাগ প্রকাশ করেন। অথচ একটি আস্ত দেশ বিভক্ত হয়ে গেল তাতে কারও কোনো অসুবিধা নেই।

 

কবিতার লিঙ্ক —

খুকু ও খোকা – অন্নদাশঙ্কর রায়।

 

Share This Quote —>>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *