যাকে বোঝা যায় না; যে কথা কম বলে এবং যার অনেক কাজই

Bengali Quote, Jake bojha jay na; je kotha kom bole written by Shirshendu Mukhopadhyay. বাংলা বাণী (উক্তি-উদ্ধৃতি), যাকে বোঝা যায় না; যে কথা কম বলে লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়

“যাকে বোঝা যায় না; যে কথা কম বলে এবং যার অনেক কাজই স্বাভাবিক নিয়মে ব্যাখ্যা করা যায় না, তার সম্পর্কে আশেপাশের লোকের খানিকটা ভয় থাকে।”

 

Image Of This Quote 

"যাকে বোঝা যায় না; যে কথা কম বলে শীর্ষেন্দু মুখোপাধ্যায় উক্তি Shirshendu Mukhopadhyay Quotes in Bengali

 

বিষয় —

চরিত্র বা স্বভাব বিষয়ক উক্তি।

 

বিশ্লেষণ —

এই উক্তির মাধ্যমে বক্তা বোঝাতে চেয়েছেন সমাজের এক শ্রেনীর মানুষ আছেন যারা নিজেকে সহজে আত্মপ্রকাশ করেন না। এরা অন্যদের থেকে একেবারেই আলাদা প্রকৃতির হন। এরা কথা খুব কম বলেন এবং এদের কাজকর্ম সাধারণ মানুষের থেকে অন্যরকম হয়ে থাকে। কাজেই ব্যাতীক্রমী কাজ ও স্বভাবের বা আচরনের কারনে সমাজের বাকী মানুষেরা এদের প্রতি কৌতুহল নিয়ে থাকেন অথবা ভয়ে ভয়ে থাকেন।

 

শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের আরও উক্তি —

 

Share This Quote —>>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *