হিংসা কোথায়? হিংসা আঘাতের দুঃখে

“হিংসা কোথায়? হিংসা আঘাতের দুঃখে। আঘাত কোথায়? আঘাত বঞ্চনায় – আঘাত অপমানে – আঘাত অভাব পীড়নে। বঞ্চনা অপমান অভাব কোথায় বৈষম্যে। বৈষম্য কোথায়? বৈষম্যের মূল আশ্রয় বস্তুগত সম্পদে। বস্তুগত সম্পদের প্রথম ও শ্রেষ্ঠ সম্পদ ভূমি। তারপর অন্য সব। সেই কারণেই সামজতন্ত্রের প্রথম পন্থা ভূমি জাতীয়করণ। রক্তাক্ত বিপ্লবের পথে, আইনের দ্বারা। কিন্তু হিংসা প্রশ্রয় পায়। এমন কি আইনের দ্বারা জাতীয়করণের মধ্যে পরােক্ষভাবে শক্তির প্রয়ােগ আছে। সুতরাং প্রেমের পথে হােক জাতীয়করণ। স্বেচ্ছায় অধিকার বর্জনের পথে – ত্যাগের পথে। । আলাে-বাতাস-জল-ভূমিতে সবার সমান অধিকার। পৃথিবী সবার, সুতরাং ভূমি সকলজনের।”