পশুপাখির যৌন ব্যাপারের মতােই মানুষেরও যৌন ব্যাপার

“পশুপাখির যৌন ব্যাপারের মতােই মানুষেরও যৌন ব্যাপার- নিজেদের নতুন করে সৃষ্টি করা আর বাঁচার লড়াই চালিয়ে যাওয়া। মানুষের যৌন ব্যাপারে আরেকটা বাড়তি বাস্তব ব্যাপার আছে প্রেম। কাব্য সাহিত্য ফেনিয়ে ফাঁপিয়ে ও রঙ দিয়ে এই বাস্তব রহস্যটাই ব্যাখ্যা করার চেষ্টা হয়ে আসছে। ফেনা আর রঙ ব্যাখ্যা করে বাতিল করে যৌনবিজ্ঞান প্রেমের মানে বােঝাতে চেয়ে পারেনি। শরীরবিজ্ঞান, মনােবিজ্ঞান, যৌনবিজ্ঞান, প্রেমের এদিক ওদিক সেদিকটা বুঝিয়েছে, প্রেমকে বােঝাতে পারেনি।”