অন্ধকারেরও একটা অটল সৌন্দর্য আছে

“অন্ধকারেরও একটা অটল সৌন্দর্য আছে এবং তার অন্তরেও গুপ্তশক্তি নিহিত থাকে। যে ফুল দিনে ফোটে, রাত্রে তার জন্ম হয় —এ কথা আমরা সকলেই জানি। সুতরাং নবযুগে যে সকল মনােভাব প্রস্ফুটিত হয়ে উঠেছে তার অনেকগুলির বীজ মধ্যযুগে বপন করা হয়েছিল।”