ক্লান্ত চোখ ও ক্লান্ত চোখের পাতা তাহার চেয়েও ক্লান্ত

“ক্লান্ত চোখ ও ক্লান্ত চোখের পাতা

তাহার চেয়েও ক্লান্ত আমার পা।

মাঝ উঠোনে সাধের আসন পাতা

একটু বসি?

জবাব আসে, ‘না।’”