জীবনটাকে আমরা ঠিক চোখে

“জীবনটাকে আমরা ঠিক চোখে অনেক সময় দেখতে শিখিনি বলেই
যত গােল বাধে। জীবন আত্মার একটা বিচিত্র, অপূর্ব অভিজ্ঞতা।
এর আস্বাদ শুধু এর অনুভূতিতে। সেই অনুভূতি যতই বিচিত্র হবে,
জীবন সেখানে ততই সম্পূর্ণ, ততই সার্থক। সেই দিক থেকে দেখলে
দুঃখ জীবনের বড় সম্পদ, দৈন্য বড় সম্পদ, শােক, দারিদ্র, ব্যর্থতা
বড় সম্পদ, মহৎ সম্পদ, – জীবনকে যে চিনতে পেরেছে –
এ জগতে তার ঐশ্বর্যের তুলনা নাই।”