আমার তৃষ্ণা তোমার সুধা তোমার তৃপ্তি

Bengali Quote, Amar trishna tomar sudha written by Rabindranath Tagore বাংলা বাণী (উক্তি-উদ্ধৃতি), আমার তৃষ্ণা তোমার সুধা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর

 

“আমার তৃষ্ণা তোমার সুধা

তোমার তৃপ্তি আমার সুধা”

 

Image Of This Quote 

আমার তৃষ্ণা তোমার সুধা রবীন্দ্রনাথ বাণী Tagore quotes in Bengali tomar Trishna amar sudha

 

বিষয় —

প্রেমের উক্তি অথবা ভালোবাসার উক্তি।

 

বিশ্লেষণ —

এই উক্তিটি বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি একজন পুরুষের চাওয়া একজন নারীর কাছে অনেক বেশি প্রাপ্তি বা পাওয়া অর্থাৎ নারীরা তার সঙ্গী বা পুরুষের চাওয়া বা ইচ্ছে কে গুরুত্ব দিয়ে থাকেন।

 

এক‌ই রকমভাবে একজন নারীর প্রাপ্তি অথবা তৃপ্তি একজন পুরুষের কাছে অনেক বেশি পাওয়া। অর্থাৎ একজন পুরুষ তার সঙ্গীকে অথবা তার নারীকে তৃপ্তি দিতে পারলে, তাকে খুশিতে রাখতে পারলে সেটিই তার কাছে বড় প্রাপ্তি হিসেবে বিবেচিত হয়।

 

রবীন্দ্রনাথ ঠাকুরের আরও উক্তি —

 

Share This Quote —>>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *