শাস্ত্রের অর্থ না বুঝিয়ে

“শাস্ত্রের অর্থ না বুঝিয়ে, অথবা বিপরীত অর্থ বুঝিয়া কিংবা অভিপ্রেত সিদ্ধির নিমিত্ত স্বেচ্ছানুরূপ অর্থান্তর কল্পনা করিয়া, শাস্ত্রের দোহাই দিয়া, যাদৃচ্ছাপ্রবৃত্ত বহুবিবাহ কাণ্ড বৈধ বলিয়া প্রচার করিলে, নিরপরাধ শাস্ত্রকারদিগকে নরকে নিক্ষিপ্ত করা হয়।”