সাহিত্যই চেতনাকে পৌঁছে দিতে পারে অনাস্বাদিত রসলোকে

“সাহিত্যই চেতনাকে পৌঁছে দিতে পারে অনাস্বাদিত রসলোকে, এনে দিতে পারে সীমার মধ্যে অসীমের, দেহের মধ্যে দেহাতীতের সন্ধান। সাহিত্যই বলে বিশ্বের সমস্ত ভালোবাসাই এক, বিশ্বের সমস্ত আনন্দই এক, বিশ্বের সমস্ত মানুষের কান্নাই এক।”