প্রেমের নিকটে গিয়ে ফিরে আসি – বুকে ভালোবাসা নেই

“প্রেমের নিকটে গিয়ে ফিরে আসি – বুকে ভালোবাসা নেই

জোস্নার নিকটে গিয়ে ফিরে আসি – চোখে স্বাধীনতা নেই

শ্রমের নিকটে গিয়ে ফিরে আসি – বাহুতে বিশ্বাস নেই

মানুষের কাছে গিয়ে ফিরে আসি – দেহে মমতারা নেই

নেই, নেই, ফুল নেই, পাখি নেই, রোদ নেই, স্নেহ নেই,

খেয়ে গেছে গোপন ঘাতক –”