প্রাণের সাধন কবে নিবেদন করেছি চরণতলে

“প্রাণের সাধন কবে নিবেদন করেছি চরণতলে,

অভিষেক তার হল না তোমার করুণ নয়নজলে।”