মনকে নিজের আয়ত্তে রাখাই

“মনকে নিজের আয়ত্তে রাখাই সর্বশ্রেষ্ঠ কাজ। মনকে বশে রাখা বড় কঠিন, কারণ মন বড় চঞ্চল, কখন সে কোন বিষয় নিয়ে কোথায় ছুটে যাবে তা কেউ বলতে পারে না। তাই মনকে সংযত করাই সুখী হওয়ার পথ। মন সংযত করতে পারলে সব কাজেই জয়ী হওয়া যায়।”