মিথ্যা ও প্রবঞ্চনার বেশিরাজা রামমোহন রায় “মিথ্যা ও প্রবঞ্চনার বেশি অধর্ম আর নেই। মিথ্যাবাদী যদি কখনো সত্যও বলে, তাহলেও কেউ তা বিশ্বাস করে না। আবার এক মিথ্যাকে বজায় রাখতে আরও মিথ্যা দিয়ে তা সাজাতে হয়। এর বেশি প্রবঞ্চনা আর কী আছে।” # মিথ্যা Previous Post যুক্তি ও শাস্ত্র বিবেচনা না করে Next Post অন্তরে প্রকৃত অর্থেই আনন্দিত হও